মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ০৬:৪৩:০৮

‘পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হবে’

‘পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হবে’

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, কনস্টেবল পদে চাকরি প্রার্থী বা তাদের আত্মীয় স্বজনরা যেন কোনভাবে কারো প্রলোভনে না পড়েন। কোন ধরনের আর্থিক সংশ্লিষ্টতা যেন তারা না রাখেন।এ ব্যাপারে কারো যদি কোন আর্থিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশে এখন স্বচ্ছতার সঙ্গে দক্ষতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আমরা নিয়োগ দিচ্ছি। নতুন করে যারা আমাদের পুলিশ বাহিনীতে নিয়োগ পাবেন, তারা সম্পূর্ণ স্বচ্ছ একটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ লাভ করবেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাজবাড়ীতে কনস্টেবল পদে ৩১ টি পদ শূন্য রয়েছে। এই ৩১ টি পদের বিপরীতে আবেদন করেছে ২ হাজার ৩৩ জন। রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় রাজবাড়ী জেলায় ২৯, ৩০ ও ৩১ অক্টোবর প্রাথমিক পর্বে পরীক্ষাগুলো সম্পন্ন হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে