শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫৩:৫৪

এবার চাঁপাইনবাবগঞ্জে ‌‘বুলডোজার কর্মসূচি’ স্থগিতের ঘোষণা

এবার চাঁপাইনবাবগঞ্জে ‌‘বুলডোজার কর্মসূচি’ স্থগিতের ঘোষণা

এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে ‘বুলডোজার কর্মসূচি’ স্থগিত করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জনগণের জানমালের নিরাপত্তা ঝুঁকি এবং লুটপাটের ষড়যন্ত্রের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্তের কথা জানান তারা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘোষণা দেন।

 বিষয়টি নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাব্বির আহমেদ বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আমাদের মুজিববাদ উৎখাত কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে। কিছু কুচক্রী মহল লুটপাট ও জনগণের জানমালের ক্ষতি করার পরিকল্পনা করেছে। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে আমাদের কর্মসূচি স্থগিত করা হলো। এরপরও কেউ যদি কোনো অরাজকতা ঘটায়, তার দায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেবে না।’

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আব্দুর রাহিম সময় সংবাদকে বলেন, ‘বুলডোজার কর্মসূচি ঘিরে একটি কুচক্রী মহল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন ভবন ও প্রতিষ্ঠানে ভাঙচুর এবং লুটপাটের পরিকল্পনা করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনায় আমরা কর্মসূচি স্থগিত করেছি।’

জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি নিঃসন্দেহে সঠিক সিদ্ধান্ত। কারণ এই কর্মসূচিকে কেন্দ্র করে একটি গোষ্ঠী সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে এবং লুটপাটের মাধ্যমে সংখ্যালঘুদের ওপর হামলার পরিকল্পনা করেছিল। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধান্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং সাবেক এমপি আব্দুল ওদুদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্রজনতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে