মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১১:০৯:৩৯

এবার যে আসনে রাশেদ খানকে সহযোগিতা করতে নির্দেশ বিএনপির

এবার যে আসনে রাশেদ খানকে সহযোগিতা করতে নির্দেশ বিএনপির

এমটিনিউজ২৪ ডেস্ক : গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে সংসদীয় এলাকা ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে জনসংযোগ ও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

গত ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি জানানো হয়।

জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লেখা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘গত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সংসদীয় এলাকা ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে জনসংযোগ ও তার দলের সাংগঠনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য আপনাদের নির্দেশ প্রদান করা হয়েছে।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার থানা, উপজেলা ও পৌরসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিষয়টি অবহিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করতে আপনাদের অনুরোধ করা হচ্ছে। এই আদেশ অতীব জরুরি।’

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা কালের কণ্ঠকে বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনায় রাশেদ খানকে মনোনয়ন দেওয়া হয়েছে, এমনটি বলা হয়নি। তাকে বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতা করার কথা বলা হয়েছে।

এর আগে তারা বিভিন্ন কর্মসূচিতে হামলার শিকার হয়েছেন, তাই তাদের সহযোগিতা করতে হবে।’

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ কালের কণ্ঠকে বলেন, ‘এটি নির্বাচনী কোনো চিঠি নয়। রাশেদ খানকে সাংগঠনিক কাজে সহযোগিতা করতে বলা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীদের মনোভাব নিয়ে আগামী নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী ঠিক করবেন।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে