এমটিনিউজ২৪ ডেস্ক : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন ভিক্ষুকের মতো মোদির পায়ে গিয়ে পড়েছে। আর কোথাও আশ্রয় পাচ্ছে না। দেশেও ফিরতে পারছে না। যারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায় তাদের বলি, শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিতে হবে।
শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৫টায় বগুড়ার শিবগঞ্জে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা কালিতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, পুলিশ বাহিনী সম্পর্কে পুলিশ জিডি নেয় না। তদন্ত করতে বললে তদন্ত করে না। ওই শেখ হাসিনার আমলে জনগণের ওপর অত্যাচার করেছে। মানুষ ক্ষিপ্ত হয়ে পুলিশকে রাস্তায় ফেলে পিটিয়েছে। মারার পর লাশ গাছে টাঙিয়ে রেখেছে। তারা যত অত্যাচার করেছে, জনগণের রাগ শেষ পর্যন্ত থামাতে পারেনি। বর্তমান সরকার বলেছে, যেই পুলিশ অন্যায়ভাবে গুলি চালিয়েছে তাদের শাস্তি হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রধান ড. ইউনুস বলেছেন, বিদেশে পাচার করা ২৫ লাখ কোটি টাকা ফেরত আনা হবে। আমাদের দাবি, যদি ওই টাকা ফেরত আনা হয়, তাহলে সেটা গরিবের কল্যাণে ব্যয় করতে হবে। আমরা শেখ হাসিনার আমলের মতো নির্বাচন চাই না। যারা ক্ষমতায় আছে, তারা বলেছে, আগামী বছরের মধ্য হয়তো সুন্দর ভোট দিতে পারবে। আমরা সেই আশাই করছি।