রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪, ০৬:৪২:৩৮

ভণ্ডামি কী আর কয় প্রকারের, তা শেখ হাসিনার চেয়ে ভালো আর কেউ শিখাতে পারবে না: সোহেল তাজ

ভণ্ডামি কী আর কয় প্রকারের, তা শেখ হাসিনার চেয়ে ভালো আর কেউ শিখাতে পারবে না: সোহেল তাজ

এমটিনিউজ২৪ ডেস্ক : জেল হত্যা দিবস আজ। ১৯৭৫ সালের আজকের এই দিনে (৩ নভেম্বর) কারাগারের অভ্যন্তরে বিনা বিচারে আওয়ামী লীগের চার নেতাকে হত্যা করা হয়।

দিবসটি উপলক্ষে বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা। ভারত থেকে দেওয়া তার এ বিবৃতি আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে।

তবে জেল হত্যা দিবসে হাসিনার এ বিবৃতিকে ভণ্ডামি বলেছেন জেল হত্যাকাণ্ডের শিকার দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রবিবার এক পোস্টে সোহেল তাজ বলেন, ‘এত বছর পর মুখ ফুটলো- আশ্চর্য হলাম- ভণ্ডামি কী আর কয় প্রকারের, তা ওনার চেয়ে ভালো আর কেউ শিখাতে পারবে না। ’

সোহেল তাজ বিভিন্ন সময় অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদসহ অন্য জাতীয় নেতাদের ভূমিকাকে অস্বীকারের প্রবণতা ছিল আওয়ামী লীগের।  

এমনকি রবিবার তিন দফা দাবিতে পদযাত্রা শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের তিনি বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ হয়েছে।

একক কারো নেতৃত্বে হয়নি। অথচ যে দল (আওয়ামী লীগ) মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দল ক্ষমতায় থেকে ইতিহাস সঠিকভাবে তুলে ধরেনি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে