এমটিনিউজ২৪ ডেস্ক : ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জনগণের মালিক না, বরং জনগণের সেবক হতে চাই।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাফরুল উত্তর থানার পথসভায় এ কথা বলেন তিনি।
জাত, বর্ণ, ধর্মের ভিত্তিতে কোনো দেশ দেখতে চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমন মন্তব্যও করেন তিনি।
এসময় জামায়াতের আমির অভিযোগ করেন, ক্ষমতার যাওয়ার আগে অনেকে নানা রকম প্রতিশ্রুতি দেয়, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা সে প্রতিশ্রুতি রাখে না। উল্টো, ক্ষমতায় যাওয়ার পরে তারা জনগণের পকেটে হাত দেয়।
সমাজ থেকে দুর্নীতি দূর না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।