সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪, ০৩:৪৩:১৩

আবার ইলিশ নিয়ে আসছে জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়তগুলো

আবার ইলিশ নিয়ে আসছে জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়তগুলো

এমটিনিউজ২৪ ডেস্ক : ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হয়েছে রোববার (৩ নভেম্বর) মধ্যরাতে। চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ অনান্য মাছ ধরতে নেমেছেন জেলেরা। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ধরে আনা ইলিশ জেলেরা বিক্রির জন্য আসছেন আড়তগুলোতে। তিন সপ্তাহ পরে আবার ক্রেতা-বিক্রেতায় সরগরম হয়ে উঠেছে আড়তগুলো।

নিষেধাজ্ঞার আগের চাইতে ইলিশের দামও এখন কিছুটা কম। মিঠা পানিতে ইলিশের ডিম ছাড়ার সময় হওয়ায় গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের বিচরণ ক্ষেত্র হিসেবে পরিচিত নদনদীতে মাছ ধরা, বিক্রি, পরিবহন, সরবরাহ নিষিদ্ধ ছিল।

আজ সোমবার ৬টা থেকে সকাল সাড়ে ১২ টা পর্যন্ত চাঁদপুর মাছঘাট গিছে, আড়তগুলোতে ইলিশ নিয়ে আসছেন জেলেরা। আবার অনেক জেলে নৌকা ও জাল নিয়ে পদ্মা-মেঘনায় বেরিয়ে পড়ছেন। বরফ ছাড়া এসব ইলিশ জেলেদের উপস্থিতিতে বিক্রি করছেন আড়তদাররা। মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে ইলিশ। পাশাপাশি পাঙ্গাস মাছও বিক্রি হচ্ছে। তবে সংখ্যায় কম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে