বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ১১:৫১:০৮

ডোনাল্ড ট্রাম্পকে তারেক রহমানের বার্তা

ডোনাল্ড ট্রাম্পকে তারেক রহমানের বার্তা

এমটিনিউজ২৪ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর শুভেচ্ছায় ভাসছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৬ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে ট্রাম্পকে অভিনন্দন জানান তারেক রহমান। 

 পোস্টে তিনি বলেন, ‘নির্বাচনে বিজয়ে ট্রাম্পকে অভিনন্দন। আমরা আমাদের দুই দেশের মধ্যে (বাংলাদেশ-যুক্তরাষ্ট্র) সুদৃঢ় ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক দেখতে চাই।’তারেক রহমান আরও বলেন,  এই বিজয় (ট্রাম্পের) যুক্তররাষ্ট্রের বলিষ্ঠ গণতান্ত্রিক প্রক্রিয়ারই প্রমাণ। বাংলাদেশের জনগণও নিজ দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এগিয়ে যেতে আগ্রহী এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ।

এর আগে, ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসের পাঠানো বার্তাটি পোস্ট করা হয়। 

ট্রাম্পের শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ বিজয়ী হওয়ায় আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত।’ 

তিনি আরও বলেন,  আপনাকে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করা এটাই প্রমাণ করে যে, আপনার নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে অনুরণিত হয়েছে। 

ট্রাম্পের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন ড. ইউনূস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে