বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ১১:৩২:৪০

আহত ১৪ নারী, এ ঘটনার সময় চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে

আহত ১৪ নারী, এ ঘটনার সময় চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে

এমটিনিউজ২৪ ডেস্ক : দিনাজপুর সদর উপজেলায় শ্রাদ্ধ অনুষ্ঠানে যাওয়ার পথে শিয়ালের কামড়ে একজন নারীসহ ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পূর্ণিমা রানী (৩৮) নামে একজন মহিলা হাসপাতালে ভর্তি রয়েছেন।

গতকাল বুধবার (৬ নভেম্বর) সদর উপজেলার ৭ নম্বর উথরাইল ইউনিয়নের বেঙ্গুনদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জন দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণ করেছেন। বাকি চারজনকে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভ্যাকসিন গ্রহণ করবেন বলে জানা গেছে।

শিয়ালের কামড়ে আহতরা হলেন- সদর উপজেলার ৭ নম্বর উথরাইল ইউনিয়নের রায়পুর গ্রামের পূর্ণিমা রানী (৩৮), মানিক রায় (৩৫), বকুল রায় (১৭), লিটন রায় (৩২), ধনঞ্জয় রায় (৫৫), সঞ্জিত রায় (৩৬), হৃদয় রায় (২৫), অনুপম রায় (১৩), সিদ্দিক (৭০) ও আজিজুর রহমান (৩৪)-সহ আরো ১৪ জন।

আহত মানিক রায় জানান, তারা ১৪-১৫ জন গতকাল বুধবার সন্ধ্যার সময় ৭ নম্বর উথরাইল ইউনিয়নের বেঙ্গুনদীঘি রায়পুর গ্রাম থেকে পার্শ্ববর্তী বেঙ্গুনদীঘি পূর্বপাড়া গ্রামে একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে বেঙ্গুনদীঘি এলাকায় একটি শিয়াল তাদের ওপর আচমকা আক্রমণ করে।

এ সময় তারা সবাই মিলে শিয়ালটির ওপর হামলা করলে শিয়ালটি সবাইকে কামড়াতে ও আঁচড় দিতে শুরু করে। এতে ১৪ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত হওয়ায় পূর্ণিমা রানীকে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. তহিদ ১০ জন চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনার সময় আহতদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে