সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০৫:২৯

৭০০ কোটির মালিক মুড়ি বিক্রেতা থেকে! অবশেষে গ্রেপ্তার বিমানবন্দরে

৭০০ কোটির মালিক মুড়ি বিক্রেতা থেকে! অবশেষে গ্রেপ্তার বিমানবন্দরে

এমটিনিউজ২৪ ডেস্ক : সোনা চোরাচালানে অভিযুক্ত আবু আহমেদ ওরফে সোনা আবুকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশের হাতে ধরা পড়েন তিনি। চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পুলিশ আজ সোমবার তাকে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে আসে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ সাংবাদিকদের বলেন, ডবলমুরিং থানার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবু আহমেদ।

বিদেশে পালিয়ে যাচ্ছেন খবর পেয়ে বিমানবন্দরে তাকে আটকানো হয়। পরে তাকে ডবলমুরিং থানার মামলায় আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 জানা যায়, আবু আহমেদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। ১৯৯১ সালে শ্রমিক ভিসা নিয়ে দুবাই যান তিনি।

বিদেশ যাওয়ার আগে দেশে মুড়ি বিক্রি করলেও সেখানে গিয়ে বনে যান সোনা চোরাচালানি ও হুন্ডি কারবারি। বছরখানেক আগে সিআইডি ফিন্যানশিয়াল ক্রাইম ইউনিট আবু আহমেদের ৭২১ কোটি ১৭ লাখ টাকার সম্পদের খোঁজ পায়। এ নিয়ে কোতোয়ালি থানার মামলায় সিআইডি তদন্ত প্রতিবেদনও জমা দেয় আদালতে। 

এতে বলা হয়, আবু আহমেদ চট্টগ্রামে অর্থপাচার এবং সোনা ও অন্যান্য পণ্য চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

তার মধ্যে রয়েছে বেশ কয়েকটি ভবন, প্লট ও বিলাসবহুল বাড়ি। দুবাইয়েও তার তিনটি দোকান রয়েছে। তদন্তে প্রমাণ মিলেছে, আবু আহমেদ ফরহাদ ট্রেডিং, রিয়াল ট্রেডিং, নাইস টেলিকম সেন্টার, রুপা টেলিকমিউনিকেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ২১টি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন, যাতে লেনদেন হয়েছে বিপুল পরিমাণ টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে