মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ০৮:৪৯:২৮

অবাক ঘটনা, পদ্মায় ইলিশের পরিবর্তে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে যে মাছ

অবাক ঘটনা, পদ্মায় ইলিশের পরিবর্তে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে যে মাছ

এমটিনিউজ২৪ ডেস্ক : ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে মুন্সীগঞ্জ-শরীয়তপুরের সীমানায় পদ্মা নদীতে জাল ফেলে আশানুরূপ ইলিশ না পেলেও ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস মাছ পাচ্ছেন জেলেরা। আর সেই পাঙ্গাস বিক্রি করে ভালো দাম পাওয়ায় খুশি জেলেরা।

গত শুক্রবার ও শনিবার মুন্সীগঞ্জের মাওয়া, হাসাইল ও দিঘিরপাড় মৎস্য আড়তে ৪ কেজি থেকে শুরু করে প্রায় ১৫ কেজি ওজনের পাঙ্গাস বিক্রি করেছেন জেলেরা। ৮০০-১০০০ টাকা দরে পাইকারদের কাছে বিক্রি করছেন আড়তদাররা।

হাসাইল মৎস্য আড়তের বাবু হাওলাদার বলেন, প্রতি বছরের এ সময় জেলেরা বড় বড় পাঙ্গাস পেয়ে থাকেন। এবারো তার ব্যতিক্রম নয়। গত বছর হাসাইল আড়তের এক জেলে এক খ্যাপে সর্বোচ্চ ৮০ পিস পাঙ্গাস পেয়েছিলেন। এ বছর একবারে ২৫০ পিস পাঙ্গাস পাওয়ার কথা শুনেছি। টঙ্গীবাড়ি থেকে পাঙ্গাস কিনতে আসা গণেশ নামের এক ক্রেতা জানান, ৯৫০ টাকা দরে ১১ কেজি ওজনের একটি পাঙ্গাস কিনলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে