বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ০৩:৩২:৩৬

বড় সুখবর নতুন ভোটারদের জন্য

বড় সুখবর নতুন ভোটারদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : নতুন ভোটারদের আঙুলের ছাপ ও ছবি তুলে নিবন্ধন করার তিনদিনের মধ্যে সার্ভারে তথ্য আপলোড করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, গত ২ অক্টোবরের সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসি সচিব নতুন ভোটারের বায়োমেট্রিক গ্রহণের ৩ দিনের মধ্যে ভোটারের ডাটা এনআইডি সিস্টেমের কেন্দ্রীয় সার্ভারে আপলোড করতে হবে।

কত তারিখে একজন ভোটারের বায়োমেট্রিক নেওয়া হয়েছে এবং কত তারিখে কেন্দ্রীয় সার্ভারে আপলোড হয়েছে তার রেকর্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে দেখতে পারেন এবং এর লগ সিস্টেমে থেকে যাচ্ছে। সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে