এমটিনিউজ২৪ ডেস্ক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের দাদার দাফনকাজ সম্পন্ন হয়েছে।
সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার এলাকার রাখলদেবীহাট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।
এসময় জানাযায়, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সারজিসের পরিবারের সদস্য সহ স্থানীয় সহস্রাধিক মানুষ অংশ নেন।
জানাজায় দাদার সাথে নানা স্মৃতিচারণ করে সারজিস বলেন, দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নই। সকলকেই একদিন বিদায় নিতে হবে। দুনিয়াতে ভাল কাজের আমল করে যাওয়া সহ তার দাদার জন্য দোয়া প্রার্থনা করেন সারজিস আলম।