বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ০৭:০০:৪৬

মর্মান্তিক দুর্ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু

মর্মান্তিক দুর্ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : শেরপুরের নকলায় পিকআপভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে শিশুসহ চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন একই পরিবারের তিনজন। বুধবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুরের নকলায় পিকআপভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে শিশুসহ চারজন নিহত হয়েছেন। ছবি: সময় সংবাদ
শেরপুরের নকলায় পিকআপভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে শিশুসহ চারজন নিহত হয়েছেন। ছবি: সময় সংবাদ
শহিদুল ইসলাম হিরা

নিহতরা হলেন: নেত্রকোনার পূর্বধলা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা এলাকার সুলতান মিয়ার মেয়ে সুবিনা আক্তার (২০) এবং ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার উত্তর শাহাপুর এলাকার আবুল কাশেমের ছেলে আলাল উদ্দিন (৩৫)।

আহতরা হলেন: নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার তোফাজ্জল হোসেনের স্ত্রী উম্মে সালমা (৪০), তার ছেলে আদনান ছাবিত (৩) ও মেয়ে তোবা আক্তার (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নকলার পাইস্কা বাইপাস মোড়ে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি পিকআপভ্যান শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ যাওয়ার পথে আরও দুজন মারা যান।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য আমাদের কাছে রয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, ওই ঘটনায় ফুলপুরে আলাল উদ্দিন নামে একজনের মৃত্যু হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে