এমটিনিউজ২৪ ডেস্ক: বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্য অনুযায়ী, তরুণদের প্রয়োজন মেটাতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) ইন্টারনেটের দাম কমানোর কাজ শুরু করেছে। যারা জুলাই মাসের গণঅভ্যুত্থান ঘটিয়েছিল এবং স্বৈরাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল, তাদের দাবির সঙ্গে সঙ্গতি রেখে এই উদ্যোগ নেয়া হচ্ছে।
নতুন বাংলাদেশে বিটিআরসি ইন্টারনেট ব্যবস্থার লাইসেন্সিং কাঠামো পর্যালোচনা করতে চাইছে, যাতে সেবার মান উন্নত করা যায় এবং অনির্দিষ্ট মেয়াদে ইন্টারনেট প্যাকেজ চালু করা সম্ভব হয়।
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ এমদাদ উল বারি বলেছেন, তারা সাশ্রয়ী, নিরাপদ এবং বৈচিত্র্যময় সেবা নিশ্চিত করতে চান এবং এজন্য ইন্টারনেট ডেটার দাম কমানো জরুরি।
তিনি বলেন, “ডেটার দাম কমানো হবে, কারণ এটি আমাদের সেবা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।”
এই পদক্ষেপের সঙ্গে সঙ্গতি রেখে, বাংলাদেশ আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন (আইআইজিএবি) বিটিআরসিকে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমানোর প্রস্তাব দিয়েছে। তাদের মতে, যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয়, তবে ইন্টারনেটের দাম কমবে এবং গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
আইআইজিএবি-এর সভাপতি আমিনুল হকিম বলেন, “আমরা ইন্টারনেট ব্যবহার বাড়ানোর জন্য এবং গ্রামাঞ্চলে ইন্টারনেট পৌঁছানোর জন্য এই উদ্যোগ নিয়েছি।”
এদিকে, রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক “জেন-জি” নামে নতুন প্যাকেজ চালু করেছে, যা তরুণ প্রজন্মের জন্য বিশেষ ডেটা এবং এক বছরের অফার প্রদান করবে। এই প্যাকেজের দাম ১৫০ টাকা, তবে প্রথম ৩০ দিন গ্রাহকরা মাত্র ১০০ টাকায় এটি পেতে পারবেন।
টেলিটকের এই জেন-জি প্যাকেজে সবচেয়ে কম দামে সীমাহীন ডেটা এবং বার্ষিক অফার রয়েছে। এছাড়া, এতে ১ সেকেন্ড পালস, সাশ্রয়ী ভৌত ট্যারিফ এবং চাকরি প্রার্থীদের জন্য প্রিমিয়াম সদস্যপদ সুবিধা রয়েছে।
ওয়াইফাই সুবিধা কম দামে শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করার পরিকল্পনাও রয়েছে সরকারের।