রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১০:৫৯:০৮

চাকরিতে আবেদনকারীদের জন্য বড় সুখবর, যে উদ্যোগ নিল সরকার

চাকরিতে আবেদনকারীদের জন্য বড় সুখবর, যে উদ্যোগ নিল সরকার

এমটিনিউজ২৪ ডেস্ক: সরকারি চাকরিতে আবেদনের ফি কমানের উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট কর্মকাণ্ড সম্পন্ন করে এ বিষয়ে দ্রুতই আদেশ জারি করবে সরকার।

রবিবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। 

ক্রীড়া উপদেষ্টা তার পোস্টে জানিয়েছেন, ‘চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসেসমেন্ট শেষে জারি হবে সরকারি আদেশ।’

এর আগে চাকরিতে আবেদনের ফি কমানোর জন্য দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি গ্রহণযোগ্য নয়।

ফেসবুকে এক পোস্টে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, এগুলো বেকারদের সঙ্গে প্রহসন। চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে