মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১২:০৮:৩১

জানেন এবার এক লাফে দাম কমে নতুন আলুর কেজি কত হলো?

জানেন এবার এক লাফে দাম কমে নতুন আলুর কেজি কত হলো?

এমটিনিউজ২৪ ডেস্ক: ঝিনাইদহের কাঁচাবাজারগুলোতে উঠতে শুরু করেছে আগাম জাতের আলু। মৌসুমের শুরুতে বাজারে আলু ওঠায় আকার ও প্রকারভেদে এক লাফে দাম কমে ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী আলুর সরবরাহ থাকায় স্বাভাবিক দামে নতুন আলু বিক্রি করা হচ্ছে। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে শহরের নতুন হাটখোলা বাজারে নতুন আলু বিক্রি ১০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

নতুন হাটখোলা বাজারের সবজি বিক্রেতা স্বপন কুমার জানান, এখনো পুরোদমে নতুন আলু তোলা শুরু হয়নি। কিছু কৃষক অল্প পরিমাণে আগাম আলু রোপণ করেছিলেন, তারাই বাজারে বিক্রি করছেন। এ ছাড়া ভারত থেকে নতুন আলু আসছে। আমদানি ও চাহিদা একই রকম থাকায় দাম স্বাভাবিক রয়েছে।

বাজারে নতুন আলু কিনতে আসা রিয়াজুল ইসলাম জানান, ফেসবুকে দেখেছিলাম আলুর দাম আকাশছোঁয়া। বাজারে এসে এত কম দামে নতুন আলু কিনতে পেরে ভালো লাগছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ-নবী বলেন, মৌসুমের শুরুতেই ঝিনাইদহের বাজারে নতুন আলুর বাজার স্বাভাবিক রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আলুর দাম আরো কমে আসবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে