মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১১:০৫:০৮

বড় সুখবর ভোজ্যতেল নিয়ে, এবার এক লাফে যত কমানো হলো

বড় সুখবর ভোজ্যতেল নিয়ে, এবার এক লাফে যত কমানো হলো

এমটিনিউজ২৪ ডেস্ক: ভোজ্যতেল আমদানিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) এক লাফে ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়, ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড মনে করে, এই ভ্যাট অব্যাহতির ফলে ভোজ্যতেলের দাম বাজারে সহনীয় পর্যায়ে থাকবে এবং ভোক্তাগণকে উচ্চমূল্যে ভোজ্যতেল কিনতে হবে না।

এর আগে, তেলের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে গত ১৭ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছিল।

প্রসঙ্গত, কম ভ্যাটে ভোজ্যতেলের এ আমদানি সুবিধা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে