রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ০৯:৪৩:৫৩

মাত্র ৮ দিনের ব্যবধানে সাবেক দুই প্রধান বিচারপতির মৃত্যু

মাত্র ৮ দিনের ব্যবধানে সাবেক দুই প্রধান বিচারপতির মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক: আট দিনের ব্যবধানের না ফেরার দেশে চলে গেছেন সাবেক প্রধান দুই বিচারপতি। তাদের একজন বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। অন্যজন সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন।

গত ১৬ নভেম্বর ভোরে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলুল করিম। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি বার্ধক্যের নানা রোগে ভুগছিলেন।

১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করা বিচারপতি ফজলুল করিম ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

১৯৬৫ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯২ সালের ১ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারক এবং ২০০১ সালের ১৫ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হন।

ফজলুল করিম ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের অষ্টাদশ প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ফজলুল করিমের মৃত্যুর আট দিন পর আজ ইন্তেকাল করেন আরেক সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন।

রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুহুল আমিন।

রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ যোগদান করেন তিনি। ২০০৮ সালের ৩১ মে অবসরে যান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে