রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ০৬:৪৮:৩৯

এবার নির্বাচন ভবন থেকে শেখ মুজিবের ছবি অপসারণ

এবার নির্বাচন ভবন থেকে শেখ মুজিবের ছবি অপসারণ

এমটিনিউজ২৪ ডেস্ক: নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন আনুষ্ঠানিক প্রথম ব্রিফিংয়ে আসার আগে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষ থেকে নামানো হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি।

রবিবার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনার। এরপর তারা নির্বাচন কমিশনে যান। বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে তাদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসার কথা ছিল।

এর মধ্যে আনুষ্ঠানিকতা ও মধ্যাহ্নভোজের কারণে ব্রিফিং বিলম্বিত হয়।

বিকেল ৪টার দিকে কমিশনের দুই কর্মী নির্বাচন ভবনের পঞ্চম তলায় ওই সম্মেলন কক্ষে এসে দীর্ঘদিন ধরে দেয়ালে লাগানো বঙ্গবন্ধুর ছবিটি খুলে ফেলেন। পরে সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন শুরু হয়।

এর আগে ১১ নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে