স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পের অভিযোগের ভিত্তিতে ফরাসি লিগ কমিটি পিএসজিকে তার পাওনা বেতন পরিশোধের নির্দেশ দিয়েছিল গত নভেম্বরে। তবে সেই অর্থ পরিশোধ না করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের কাছে আবেদন করেছিল লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। কিন্তু সেই আবেদনও নাকচ করে দিয়েছে এফএফএফ।
চলতি বছরের জুলাইয়ে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে এখনও সাবেক ক্লাবের সঙ্গে দেনা-পাওনার হিসাব শেষ হয়নি ফরাসি তারকার। এমবাপ্পের দাবি, সাবেক ক্লাবের কাছে তিন মাসের বেতন ও আনুগত্য বোনাস পান তিনি। তবে সেই অর্থ দিতে অস্বীকৃতি জানাচ্ছে পিএসজি।
এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে ফরাসি লিগের লিগ্যাল কমিশন। দুই মাস আগে তারা পিএসজিকে এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন-বোনাস পরিশোধের নির্দেশ দেয়। তবে সেই নির্দেশের বিরুদ্ধেও পদক্ষেপ নেয় ক্লাবটি।
এমবাপ্পের বেতন দিতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানায় পিএসজি। এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিএসজি। তবে ইউরোপিয়ান গণমাধ্যমের প্রতিবেদন মতে, পিএসজির এই আবেদন নাকচ করে দিয়ে আগের সিদ্ধান্ত পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। এখন এই বিষয়ে পিএসজির পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটাই দেখার বিষয়।