রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৪৯:২৭

শহীদ মিনারে ছাত্রলীগের সংঘর্ষ, পুলিশের গুলিতে আহত

শহীদ মিনারে ছাত্রলীগের সংঘর্ষ, পুলিশের গুলিতে আহত

মাগুরা : একুশে ফেব্রুয়ারির সকালে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে মাগুরার শালিখায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলা দাবি করেছে স্থানীয় ছাত্রলীগ।

রোববার সকালে উপজেলার আরপাড়া হাইস্কুল মাঠে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ফুল দেওয়ার সময় এক পর্যায়ে থানা ছাত্রলীগের সভাপতি কুতুব উদ্দিন ও আরেক নেতা মোজাহার বিশ্বাসের সমর্কদের মধ্যে মারামারি শুরু হয়। পরে পুলিশ লাঠিপেটা করে ও রাবার বুলেট ছুড়ে তাদের সরিয়ে দেয়।

শালিখা থানার ওসি আবু জিহাদ বলেন, ফুল দেওয়াকে কেন্দ্র করে কিছু যুবক সংঘর্ষে জড়িয়ে পড়লে তাদের লাঠিপেটা করে সরিয়ে দেওয়া হয়।

ছাত্রলীগ সভাপতি কুতুব উদ্দিন বলেন, শহীদ মিনারে ফুল দিতে গেলে দুর্বৃত্তরা আমাদের নেতা-কর্মীদের উপর হামলা করে। পরে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ  সময় পুলিশ ছোড়া রাবার বুলেটে কয়েকজন আহত হয়েছেন বললেও তাদের নাম পরিচয় জানাতে পারেনি তিনি।

ভাষা দিবসের প্রথম প্রহরে ফুল দেওয়ার সময় যশোর কেন্দ্রীয় শহীদ মিনারেও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে বোমাবাজি শুরু হলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে