বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ০৬:০৫:২৬

পেঁয়াজ-আলু আমদানি শুরু, কোন দেশ থেকে জানেন?

পেঁয়াজ-আলু আমদানি শুরু, কোন দেশ থেকে জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক: ভারতের অভ্যন্তরে রপ্তানি স্লট বুকিং চালু হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ ও আলু আমদানি শুরু হয়েছে।  

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে পেঁয়াজ ও আলুবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত ২০ ট্রাক পেঁয়াজ এবং ২০ ট্রাকের মতো আলু আমদানি করা হয়েছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

এর আগে ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে তিন দিন ধরে পেঁয়াজ ও আলু আমদানি বন্ধ ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি জানান, স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ, আলু রপ্তানি করতে পারেননি ভারতীয় ব্যবসায়ীরা। এ কারণে অনেক ব্যবসায়ী লোকসানের শিকার হন। ফলে তারা সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ রেখেছিলেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সমস্যার সমাধান হলে ফের বুধবার সকাল থেকে পেঁয়াজ ও আলু আমদানি শুরু করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে