এমটিনিউজ২৪ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের দুর্ঘটনার বিষয়টি হত্যাচেষ্টা কি-না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত আমির ড. শফিকুর রহমান।
গতকাল বুধবার রাতে চট্টগ্রামের দুর্ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এটি নিরেট দুর্ঘটনা কিনা, সেবিষয়ে প্রশ্ন রাখেন জামায়াত আমির।
স্ট্যাটাসে শফিকুর রহমান বলেন, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে বহনকারী প্রাইভেটকারকে ট্রাক চাপা! হত্যাচেষ্টা না নিরেট দুর্ঘটনা? তা অবশ্যই যথাযথভাবে খতিয়ে দেখা দরকার। বিষয়টি সত্যিই উদ্বেগজনক।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজোলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি। তবে তারা দুজনই সুস্থ আছেন।