এমটিনিউজ২৪ ডেস্ক: পটুয়াখালী গলাচিপায় ট্রাকচাপায় মো. তরিকুল ইসলাম তুহিন নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে গোলখালী ইউনিয়নের সুহরী ব্রিজ সংলগ্ন এলাকায় মৃধা বাড়ি মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম তুহিন গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. রহিম খানের ছেলে এবং গলাচিপা উপজেলার ছাত্রদলের নির্বাহী কমিটির ১নং সদস্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তুহিন ব্যক্তিগত কাজে পটুয়াখালীর উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন। এ সময় শাখারিয়া সড়কের তালতলায় পৌঁছালে আকন বাড়ির সামনে রড বোঝাই ট্রাক তুহিনকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনসাধারণ ঘাতক ট্রাককে আগুন ধরিয়ে দেন।
খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন ও বিক্ষুব্ধ জনসাধারণকে নিয়ন্ত্রণে আনে। তরিকুল ইসলাম তুহিনের মরদেহ উদ্ধার করে গলাচিপা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সুরতহাল শেষে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ।
গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, ‘অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মরদেহ উদ্ধার করে গলাচিপা হাসপতালে আনা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তরিকুল ইসলাম তুহিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া ট্রাকচালক খুলনা দৌলতপুরের মহেশ্বরপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আবু তাহের মিয়ার ছেলে। মো. ইমরান মিয়াকে (৩১) আটক করা হয়েছে। হেলপারকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।’