এমটিনিউজ২৪ ডেস্ক: বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর ওয়েবসাইট কাজ করছে না। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে আর তাদের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। সর্বশেষ রাত ১০টায়ও (সংবাদ প্রকাশের সময়) অনেকবার চেষ্টা করে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি।
ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়, (Bandwhidth Limit Execceded, Server is temporary unavilable)।
এর বাংলা করলে দাঁড়ায়, ব্যান্ডউইথড সীমা অতিক্রম করেছে, সার্ভার সাময়িকভাবে অনুপলব্ধ। অর্থাৎ ধারণক্ষমতার বেশি ইউজার প্রবেশ করায় সার্ভারটিতে ত্রুটি দেখা দিয়েছে।
তবে এ বিষয়ে ইসকন বাংলাদেশের পক্ষে থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসকনের ভেরিফায়েড ফেসবুক পেজেও কোনো তথ্য দেওয়া হয়নি।
এরই মধ্যে দেশজুড়ে ইসকন নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘কোনো সংস্থা বা সংগঠন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।’
তিনি বলেন, ‘দাবি অনেক উঠতে পারে, দাবির সম্পর্কে মানুষ অনেক কর্মসূচি দিতে পারে, ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থাকে আমরা জড়িয়ে ফেলছি না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে।’
ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের যাত্রা শুরু হয় ৫৮ বছর আগে। বর্তমানে বিশ্বের প্রায় শতাধিক দেশে ইসকনের অস্তিত্ব থাকলেও অনেক দেশে সংগঠনটি নিষিদ্ধ। এটির প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ১৯৬৬ সালের ১৩ জুলাই এই সংগঠনের যাত্রা শুরু হয়।
ইসকন মূলত বৈষ্ণব ধর্মের একটি অংশ এবং ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালিত হয়। ভক্তিযোগ বা কৃষ্ণভাবনামৃত সংস্কৃতি হাজার বছরের ধরে শুধু ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে সময়ের ব্যবধানে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে সংগঠনটির।