রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৩৭:৩০

বাংলা ভাষার টানে ২০০ কিমি সাইকেল চালিয়ে বাংলাদেশে এক বিদেশি

বাংলা ভাষার টানে ২০০ কিমি সাইকেল চালিয়ে বাংলাদেশে এক বিদেশি

স্পোর্টস ডেস্ক : ভাষার টানে সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন এক বিদেশি নাগরিক। ২০০কিমি পথ সাইকেল চালিয়ে ঢাকায় এসেছেন তিনি।

বাংলাদেশের কুমিল্লায় প্রবীরবাবুর পূর্বপুরুষের আদি বাসভূমি। একুশের টানে এখন তিনি বাংলাদেশে এসেছেন। তার টার্গেট পুরো ফেব্রুয়ারি মাস বাংলাদেশে কাটানোর।

গত মাসের ৩১ তারিখ (জানুয়ারি) সাইকেল চালিয়ে বাংলাদেশে আসেন তিনি। জন্মস্থানসহ বিভিন্ন বেদীতে ফুল দিয়েছেন প্রবীরবাবু।

ভারতের সোদপুরের সুকান্তপল্লীর বাসিন্দা নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সুবাধে বাংলাদেশে আসেন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ভাষার দিক থেকে আমরা একাকার।

এ দিক থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে বৈষম্য নেই। এই বার্তা বাংলাদেশকে জানানোর জন্য আমরা প্রবীরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করি।

ভারতের কলকাতা টোয়েন্টিফোরের এক প্রতিবেদনে বলা হয় ওই সংগঠনটি দুই বাংলার একই ভাষা ও সংস্কৃতির লোকেদের নিয়ে একসঙ্গে কাজ করতে চায়।
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে