শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১১:৩৬:১০

অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মিল্টনকে গ্রেপ্তার করল সেনাবাহিনী

 অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মিল্টনকে গ্রেপ্তার করল সেনাবাহিনী

এমটিনিউজ২৪ ডেস্ক: চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী সেলিম মাহফুজ মিল্টনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মিল্টন দর্শনা পৌর যুবদল নেতা ছিলেন।

জানা গেছে, মিল্টনের বিরুদ্ধে স্বর্ণ ও মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্র, অগ্নি সংযোগসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেলিম মাহফুজ মিল্টনকে দর্শনা থেকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে গ্রেপ্তারকৃত মিল্টনকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গত ৫ আগস্ট পরবর্তী সময় মিল্টন দর্শনায় ত্রাস হিসেবে পরিচিত লাভ করেছে। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আর বিষয়টির সতত্য নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে