শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১১:২৩:২৪

বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হলো হাসতাপাতালে

বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হলো হাসতাপাতালে

এমটিনিউজ২৪ ডেস্ক: খুলনায় মহানগরীতে আমিন মোল্লা বোয়িং নামে এক বিএনপি নেতাকে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে জখম করেছে দুবৃর্ত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর টুটপাড়া এলাকায় এ গুলি বর্ষণের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আমিন মোল্লা নগরীর ৩০নং ওয়ার্ড বিএনপির সদস্য এবং চিংড়ি বণিক সমিতির সাবেক সভাপতি।

খুলনা সদর থানা পুলিশ জানায়, রাতে একদল সন্ত্রাসী খুব কাছ থেকে আমিন মোল্লাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে যান। খুলনা মহানগর ও ওয়ার্ড বিএনপির নেতারাও হাসপাতালে ভিড় করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে