শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ০২:৪১:৩১

এবার সার্টিফিকেট তুলতে এসে আটক এক ছাত্রলীগ নেতা

এবার সার্টিফিকেট তুলতে এসে আটক এক ছাত্রলীগ নেতা

এমটিনিউজ২৪ ডেস্ক: সার্টিফিকেট তুলতে এসে আটক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠনের সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

ফিরোজ মাহমুদ শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়।

জানা যায়, গতকাল রাতে জিয়া হলের সামনে থেকে কিছু ছাত্র তাকে মারধর করে। আহত অবস্থায় মতিহার থানা পুলিশ চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) জরুরি বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাত্রলীগ নেতাকে মতিহার থানায় নিয়ে আসেন। বর্তমানে তাকে মতিহার থানা হাজতে রাখা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ১০০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ফিরোজ মাহমুদকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে আহত ছাত্রলীগের এক নেতাকে চিকিৎসা দিয়ে থানায় প্রেরণ করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট উত্তোলন করতে এসেছিলেন। বর্তমানে মতিহার থানার হাজতে আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে