এমটিনিউজ২৪ ডেস্ক: আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলাটি করেন খুলশী থানা এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ চৌধুরী।
মামলায় আওয়ামী লীগপন্থি চসিক কাউন্সিলরসহ ২৯ জন আসামির নাম উল্লেখ করে তাদের ‘ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ ও ইসকন’ নেতা হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়।