শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৬:৩৯

প্রয়োজনে আবারো জীবন বাজি রাখতে আমরা প্রস্তুত: সারজিস

প্রয়োজনে আবারো জীবন বাজি রাখতে আমরা প্রস্তুত: সারজিস

এমটিনিউজ২৪ ডেস্ক: প্রয়োজনে ছাত্র-জনতা আবারো সড়কে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। 

শনিবার চট্টগ্রামের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে নিহত চট্টগ্রামের ১০৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

সারজিস আলম বলেন, শেখ হাসিনা ও তাদের দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে। ষড়যন্ত্র করছে নানামুখি।

তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র-জনতা আবারো সড়কে নামবে। 

 জুলাই আন্দোলনে নৃশংসতার বর্ণনা দিয়ে সারজিস বলেন, এখরো যারা এই আন্দোলন নিয়ে সাফাই গাইছে, তারা শেখ হাসিনার রেখে যাওয়া কীট। যা সে এত বছর লালন করেছে। এসব কীটদের যদি পাখা গজায়, তাহলে আজ থেকে ৫ বছর পর তারা শহীদ পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়বে।

তাই খুনিরা যেন কোনোভাবেই পুনর্বাসনের সুযোগ না পায়, সে জন্য সচেতন থাকতে হবে। প্রয়োজনে আবারো জীবন বাজি রাখতে আমরা প্রস্তুত।

অনুষ্ঠানে আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন সারজিস আলম। প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে