শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১১:১৯:১১

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েই ৬০ হাজার শূন্য পদে নিয়োগ শিগগিরই

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েই ৬০ হাজার শূন্য পদে নিয়োগ শিগগিরই

এমটিনিউজ২৪ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েই প্রায় ৬০ হাজার শূন্য পদ রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়টির উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, শিগগিরই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ‘শুধু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েই প্রায় ৬০ হাজার শূন্য পদ আছে। শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।’

পোস্টের কমেন্ট বক্সে বিভিন্নজন বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন। একজন লিখেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রায় ৬০ হাজার শূন্য পদ রয়েছে এবং শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এটি দেশের কর্মসংস্থান পরিস্থিতি উন্নত করতে সহায়ক হবে এবং বিপুলসংখ্যক কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে পারে। এর মাধ্যমে জনগণের জন্য সেবা প্রদান আরও উন্নত হবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।

আরেকজন লিখেছেন, ‘নিয়োগ পরীক্ষা স্বচ্ছ করুন, এখানে এখনও যথেষ্ট ঘাটতি দেখছি। পরীক্ষায় নেতার নির্দেশ নেই কিন্তু উন্নতমানের প্রক্সি পদ্ধতি অনেক বেড়েছে। এতে মেধাবীরা যেখানে ছিল আগে, সেখানেই আছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে