এমটিনিউজ২৪ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর আইসিপি দিয়ে বাংলাদেশ থেকে ১০টি ট্রাকে ৭১ দশমিক ৩ মেট্রিক টন দেশীয় কার্প জাতীয় মাছ ভারতে রফতানি হয়েছে।
বেশ কিছুদিন ধরে বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর আইসিপি দিয়ে রফতানি চালু হলো।
গত ২৭ নভেম্বর থেকে ইসকন ইস্যুতে চাতলাপুর আইসিপি সংলগ্ন ভারতের কৈলাশহর এলাকায় সাম্প্রতিক আন্দোলনের প্রভাবে চাতলাপুর বর্ডার আইসিপি দিয়ে ভারত থেকে পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে পণ্য রফতানি বন্ধ ছিলো।