বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৭:৩৭

টানা ছয় দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ, ৮.৮ ডিগ্রিতে নামলো তাপমাত্রা

টানা ছয় দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ, ৮.৮ ডিগ্রিতে নামলো তাপমাত্রা

এমটিনিউজ২৪ ডেস্ক : টানা ছয় দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন। তীব্র ঠাণ্ডায় লোকজন বাইরে বের হতে পারছেন না। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি বেশ থাকলেও দিনের মিষ্টি রোদে মিলিয়ে যায় শীতের অনুভূতি। তখন তাপমাত্রা ঠেকে ২৭ ডিগ্রিতে। গত পাঁচ দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলেও আজ সকালে এক অংক কমে ৮ ডিগ্রিতে নেমেছে। 

বুধবার সকাল ৬টায় তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রির ঘরে রেকর্ড হলেও এর ঠিক তিন ঘণ্টা পর তাপমাত্রা কমে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। 

আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল মঙ্গলবার ১৭ ডিসেম্বর জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া ১৬ ডিসেম্বর ৯ দশমিক ৪ ডিগ্রি, ১৫ ডিসেম্বর ৯ দশমিক ৫ ডিগ্রি, ১৪ ডিসেম্বর ৯ দশমিক ২ ডিগ্রি, ১৩ ডিসেম্বর ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

এদিকে জেলা সদর হাসপাতালে বেড়েছে ঠাণ্ডজনিত রোগীর সংখ্যা। তাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে