এমটিনিউজ২৪ ডেস্ক : দিনাজপুরের খানসামায় নিজ ঘর থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘরে একটি সুইসাইড নোট পাওয়া যায়। তবে সেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আরাজী যুগিরঘোপা গ্রামের বেনুপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুজাতা রানী রায় (২৪) ওই গ্রামের ভক্ত রায়ের স্ত্রী এবং তার মেয়ে নীলাদ্রি রানী রায় (৬)। ভক্ত রায় পেশায় একজন দর্জি।
স্বজনরা জানান, ২০১৮ সালে পারিবারিকভাবে বিয়ে হয় সুজাতা রানী ও ভক্ত রায়ের। বুধবার সন্ধ্যায় সুজাতা রানীর ঘর অন্ধকার দেখে তার জা চন্দনা তাকে ডাকতে যান। ঘরে দরজা বন্ধ পেয়ে তিনি সজরে ধাক্কা দেন। এরপর আলো জ্বালিয়ে সুজাতা রানী ও তার মেয়ের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এরপর পুলিশে খবর দেয়া হয়। পরে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।
এ দিকে নিহতের পরিবারের দাবি, মা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এরপর তারা আত্মহত্যার নাটক সাজিয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মা ও মেয়ের মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মগে পাঠানো হবে।
উক্ত ঘরে একটি সুইসাইড নোট পাওয়া যায়। তবে সুইসাইড নোটের লেখা ভিকটিমের কি’না তা পরীক্ষা করা হচ্ছে।