এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখা থেকে তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুপুর ২টার দিকে ডাকাতদল ব্যাংকের ভেতরে প্রবেশ করে এবং ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে ফেলে। মোট ১০ থেকে ১২ জন জিম্মি ছিলেন বলে জানা গেছে।
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় জিম্মি থাকা কারো কোনো ক্ষতি হয়নি এবং সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভল্ট ভাঙতে ডাকাতরা সক্ষম হয়নি।
ব্যাংকের কর্মকর্তারা জানান, ডাকাতেরা ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল এবং নিরাপদ প্রস্থানের দাবিও জানিয়েছিল। এরপর পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটিকে ঘেরাও করে রাখে এবং জিম্মিদের উদ্ধারের জন্য অভিযান চালায়।
পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালাচ্ছিল এবং ডাকাতদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানাচ্ছিল। অবশেষে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহ্বানে ডাকাতেরা আত্মসমর্পণ করে। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আত্মসমর্পণকারী ডাকাতদের যৌথবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, তবে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
এ ঘটনায় পুলিশ এবং র্যাবের সদস্যরা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে, এবং দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জিম্মি থাকা ব্যক্তিদের নিরাপদে বের করে আনে।
র্যাব–১০ থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করেন তিন ডাকাত। সেই তিনজন আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।
এর আগে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, ‘আমরা ধারণা করেছিলাম ব্যাংকের ভেতরে ২-৩ জন ডাকাত অবস্থান করছে। তাদের আত্মসমর্পণের জন্য আমরা তাদের আহ্বান জানাচ্ছিলাম, অবশেষে তারা আত্মসমর্পণ করেছে।’