মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৩০:০২

১২ জেলা পরিদর্শনে ৬ দিনের সফরে ঢাকা ছাড়ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

১২ জেলা পরিদর্শনে ৬ দিনের সফরে ঢাকা ছাড়ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

এমটিনিউজ২৪ ডেস্ক : উত্তরাঞ্চলের ১২ টি জেলা পরিদর্শনে ৬ দিনের সফরে ঢাকা ছাড়ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময়ে ১২ জেলার ২৪ টি উপজেলায় স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান উপদেষ্টা নিজেই।

আসিফ মাহমুদ বলেন, ‘উত্তরবঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। রংপুর ও রাজশাহী বিভাগের ১২৫ টি উপজেলার জন্য আড়াই লক্ষ কম্বল পৌঁছে দিতে আসছি উত্তরবঙ্গে।’

তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার থাকব দিনাজপুরে। আগামী ৬ দিনের সফরে ১২ টি জেলার ২৪ টি উপজেলা পরিদর্শন করব। এছাড়াও স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বৃদ্ধির জন্য সরেজমিনে পরিদর্শন করব।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে