এমটিনিউজ২৪ ডেস্ক : প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনা তদন্তে নতুন করে আরেকটি উচ্চ পর্যায়ের কমিটি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে এই কমিটিতে গণপূর্ত মন্ত্রণালয়, পুলিশ মহাপরিচালক, ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর কর্মকর্তা, বিস্ফোরক বিশেষজ্ঞরা থাকবেন। উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে তিন দিনের মধ্যে ক্ষয়ক্ষতি, অগ্নিকাণ্ডের কারণ নিয়ে প্রাথমিক প্রতিবেদন দেবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা জানান, সরকার অগ্নিকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। কারণ এটা আমাদের সবার নিরাপত্তা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। যে কারণে আমরা প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন দিনের সময় দিয়ে উচ্চ পর্যায়ের এই কমিটি করেছি।
রিজওয়ানা হাসান জানান, আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যদের জরুরি বৈঠক হয়েছে। সেখানে এই কমিটি করার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে সচিবালয়ে লাগা ভয়াবহ আগুনের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি করে দেয় সরকার। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটির কথা জানানো হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে নতুন করে উচ্চ পর্যায়ের কমিটি করল সরকার।
বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগে।
আগুন লাগা ভবনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন সেতু বিভাগ রয়েছে।
আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম সোহানুজ্জামান নয়ন। আজ সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।