এমটিনিউজ২৪ ডেস্ক : সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিতভাবে বলার সময় হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে নতুন তদন্ত কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ডিজি মুহাম্মদ জাহেদ কামাল বলেন, "সচিবালয়ের অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।" বৈঠকে তদন্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং ভেতরে বিস্তারিত আলোচনা করেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে ৭ নম্বর ভবনের আগুনের ঘটনার তদন্তে সরকার নতুন করে ৮ সদস্যের কমিটি গঠন করে। একইসঙ্গে পূর্বের ৭ সদস্যের কমিটি বাতিল করা হয়। নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে।
অগ্নিকাণ্ডের উৎস ও কারণ নির্ধারণ।দুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায় আছে কিনা, তা তদন্ত করা।সচিবালয়ে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রণয়ন।সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার পরামর্শ প্রদান।
তদন্ত কমিটি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তবে, এ ঘটনার কারণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। নতুন তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।