এমটিনিউজ২৪ ডেস্ক : বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- ইমরানুল ইসলাম ও শাওন। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, পুরান ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে উত্তরা এলাকায় আতশবাজি মজুত করা হয়েছিল। নববর্ষ উদযাপনে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ডিএমপি কমিশনার আতশবাজি ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। প্রতি বছর আতশবাজি নিষিদ্ধের হুঁশিয়ারি দেওয়া হলেও তা অনেকেই উপেক্ষা করেন।
এবার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে যুগ্ম কমিশনার বলেন, ‘আমাদের নজরদারি জোরদার করা হয়েছে।
বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে এবং অতীতের চেয়ে আরো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজির কারণে শিশুর মৃত্যু ও ফানুসের কারণে মেট্রোরেল বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটেছে। তাই এ বছর আতশবাজি বন্ধে পুলিশের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করেছি এবং এর উৎস শনাক্ত করে জব্দের চেষ্টা করছি।
৫ আগস্ট থানায় অস্ত্র লুটের ঘটনার পর থার্টি-ফার্স্ট নাইট ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কিনা, এ বিষয়ে তিনি জানান, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের কোনো শঙ্কা নেই।