শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪৮:০৬

দেশের কৃষকদের সুবিধার জন্য যা করার ঘোষণা দিলেন তারেক রহমান

দেশের কৃষকদের সুবিধার জন্য যা করার ঘোষণা দিলেন তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে দেশের কৃষকদের সুবিধার জন্য ‘ফার্মার্স কার্ড’ করার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিএনপির অফিসিয়াল ফেসবুক ফেইজে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই উদ্ধৃত করে একটি ফটো কার্ড প্রচার করা হয়।

প্রচারিত ফটো কার্ডে বলা হয়, দেশ পরিচালনার সুযোগ পেলে কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ তৈরি করব। যা প্রতি মৌসুমে কৃষকের সার-বীজ বা আর্থিক সহযোগিতা প্রাপ্তিতে কাজে লাগবে।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু করার প্রতিশ্রুতি দেন। সেখানে তারেক রহমান বলেন, আগামীতে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ড সবাই পাবে। প্রতিটি পরিবারের মা কিংবা স্ত্রীর নামে এই কার্ড দেওয়া হবে। তাদের মধ্যে দেশীয় উৎপাদনশীল পণ্য বিতরণ করা হবে।

রাষ্ট্র মেরামতে বিএনপি যে ৩১ দফা ঘোষণা করেছে, সেখানে সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, পরপর ২ মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে না পারাসহ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের যেসব পরিবর্তন আনা হবে তার বিস্তারিত বলা আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে