এমটিনিউজ২৪ ডেস্ক : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা নগরের সহ-সভাপতি রনবীর বাড়ৈ সজলকে মোংলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) গ্রেফতারের পর রাতে তাকে নিয়ে অভিযানে নামে পুলিশ।
পুলিশ ও গোয়েন্দা বিভাগের একাধিক সূত্রে জানা যায়, খুলনা নগরের ধর্মসভা রোডের বাসিন্দা রসময় বাড়ৈর ছেলে সজলকে মোংলার খাসেরডাংগা থেকে গ্রেফতার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সজল গ্রেফতারের বিষয়টি নিয়ে শনিবার (২৮ ডিসেম্বর) ব্রিফিং করা হবে।