শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৩:৩৫

এইমাত্র পাওয়া: সাদপন্থি শীর্ষ নেতা গ্রেপ্তার

এইমাত্র পাওয়া: সাদপন্থি শীর্ষ নেতা গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখল নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারী শীর্ষ আরেক নেতা জিয়া বিন কাসেমকে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় গণমাধ্যমকে তথ্যটি জানান তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান।

গ্রেপ্তার জিয়া বিন কাসেম ওই মামলায় ৬নং আসামি। এর আগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার ৫নং আসামি মোয়াজ বিন নুরকে গ্রেপ্তার করে পুলিশ।

মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান বলেন, টঙ্গী হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সাদপন্থি জিয়া বিন কাসিম চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে শনিবার সকালে এরেস্ট হয়েছেন। বর্তমানে তাকে চট্টগ্রাম থেকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার বলেন, আমাদের থানা পুলিশ ও যৌথ বাহিনীর টিম গ্রেপ্তার করেছে শুনেছি। এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। না আসা পর্যন্ত বলতে পারব না। এসে পৌঁছানোর পর জানাব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে