এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সেনাবাহিনীর সদস্যরা সচিবালয়ের ভিতরে নিয়মিত ডিউটি করবেন না। তবে কয়েক দফায় টহল কার্যক্রম চলবে।
সোমবার সচিবালয়ের দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, এখন থেকে সেনাবাহিনীর সদস্যরা রেগুলার ডিউটি করবেন না। গতকাল সন্ধ্যায় তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।
সূত্র আরও জানিয়েছে, বেলা ১০টা থেকে ১১টা অবধি একটা টিম টহল দিবে। পরবর্তী শিডিউল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঠিক করবেন।