মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৯:৩২

‘আগামী বছর থেকে বর্ষবরণের জন্য স্থান নির্দিষ্ট করে দেয়া হবে’

‘আগামী বছর থেকে বর্ষবরণের জন্য স্থান নির্দিষ্ট করে দেয়া হবে’

এমটিনিউজ২৪ ডেস্ক : থার্টি ফার্স্ট নাইট ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। থাার্টি ফার্স্ট নাইটে আতশবাজি না করার জন্য ঢাকাবাসির প্রতি অনুরোধ জানান তিনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।

তিনি বলেন, এই দিনে সারা পৃথিবীতে নববর্ষে পটকা আতশবাজি ফোটায়। তবে তারা সেখানে নির্দিষ্ট স্থানে এই উৎসব করে। আগামী বছর থেকে বর্ষবরণের উৎসবের জন্য স্থান নিদৃষ্ট করে দেয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নগরবাসীর সহযোগিতায় নতুন বছর বরণ হবে। ঢাকাবাসি তার আহ্বানে সাড়া দেবেন বলেও আশা করেন তিনি। পুলিশের মনোবল এখন আগের চেয়ে অনেক ভালো বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে