মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৪:১০

‘আ. লীগ জিন্দাবাদ’, ২০ মিনিট ধরে অশ্লী'ল ভিডিও চলার ঘটনা

‘আ. লীগ জিন্দাবাদ’, ২০ মিনিট ধরে অশ্লী'ল ভিডিও চলার ঘটনা

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ট্রেনসংক্রান্ত তথ্য প্রচারের ডিজিটাল মনিটরে ২০ মিনিট ধরে অশ্লী'ল ভিডিও চলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় তিনি সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল ভেসে উঠেছিল।

জানা যায়, ডিজিটাল মনিটরটিতে কোন ট্রেন কখন ছাড়বে, কখন পৌঁছবে এ–সংক্রান্ত তথ্য প্রদর্শন করা হয়। গত শুক্রবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে ডিজিটাল মনিটরে হঠাৎ অশ্লী'ল ভিডিও চলতে শুরু করে। প্রায় ‘২০ মিনিট’ ধরে চলে ওই ভিডিও। এ সময় যাত্রীরা বিব্রত এবং ক্ষুব্ধ হয়ে হয়ে ওঠেন।

উপস্থিত লোকজন ভিডিও বন্ধের চেষ্টা করে ব্যর্থ হন। পরে এক যাত্রী পাথর ছুড়ে ডিজিটাল মনিটর ভেঙে ফেলেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলস্টেশনের ডিজিটাল মনিটর ও বোর্ডগুলো সংস্থাটির সংকেত বিভাগের তত্ত্বাবধানে চলে। কিছু কিছু মনিটর পরিচালিত হয় টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সহজ ডটকমের অধীনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে এক ব্যক্তি পাথর ছুড়ে মনিটরটি ভেঙে ফেলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ঢাকা বিভাগের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘মধ্যরাতে রেলস্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও চলার কথা শুনেছি। এই ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে