এমটিনিউজ২৪ ডেস্ক : ২০২৫ সালের শবে বরাত, রমজান, শবে কদর, ঈদ ও হজের মতো গুরুত্বপূর্ণ বিধানগুলো কবে, কত তারিখে পালন করতে হবে জেনে রাখার সুবিধার জন্য এখানে সম্ভাব্য তারিখ তুলে ধরা হলো-
>>শব-ই-বরাত-১৫ ফেব্রুয়ারি, (শনিবার)।
>>বিশ্ব ইজতেমা- ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৭-৯ ফেব্রুয়ারি।
>>রমজান -২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৯ মার্চ শেষ হতে পারে। (শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে।)
>>জুমাতুল বিদা- ২৮ মার্চ, (শুক্রবার)।
>>শব-ই-কদর- ২৭ মার্চ, (বৃহস্পতিবার))।
>.ঈদুল ফিতর- ৩০ অথবা ৩১ মার্চ, ( সোমবার, চাঁদ দেখার ওপর নির্ভর করে।)।
>>ঈদুল আজহা- ০৭ জুন, (শনিবার চাঁদ দেখার ওপর নির্ভর করে।)।
>> হজ- চাঁদ দেখার ওপর নির্ভর করে ৫ জুন থেকে শুরু হতে পারে।
>>আশুরা - ০৬ জুলাই, (রোববার)।
>>ঈদে মিলাদুন্নবী- ০৫ সেপ্টেম্বর, (শুক্রবার)।
রমজান, ঈদ, হজ, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, আশুরার দিনগুলো মূলত চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাস শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়। এখানে ক্যালেন্ডারে উল্লেখিত সরকারি ছুটির সম্ভাব্য তারিখের ভিত্তিতে রমজান, ঈদ ও অন্যান্য বিশেষ ইবাদতের দিনগুলো তুলে ধরা হয়েছে। আরবি মাাসে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে।