শনিবার, ০৪ জানুয়ারী, ২০২৫, ১২:১৬:২৪

আজ বিদ্যুৎ থাকবে না যে ৪৮ এলাকায়

আজ বিদ্যুৎ থাকবে না যে  ৪৮ এলাকায়

এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আজ শনিবার বিদ্যুৎ সরবরাহ ৮ ঘণ্টা বন্ধ থাকবে। জরুরি কাজের জন্য এই শাটডাউন ঘোষণা করেছে সিলেটের বিদ্যুৎ বিভাগ। 

বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্র ও ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের আওতাধীন ৪৮টি এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, বিশ্বরোড, কুমারপাড়া, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, রায়নগর, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকরসহ আরও কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এমসি কলেজ উপকেন্দ্রের আওতাধীন মিতালিটিলা, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড এলাকায়ও একই সময় বিদ্যুৎ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে