এমটিনিউজ২৪ ডেস্ক : ট্রেন ও প্লাটফর্মের গেটের মাঝে দুই জন নারী যাত্রী আটকা পড়ায় কিছু সময়ের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
মেট্রোরেল সূত্র বলছে, দুই দরজার মাঝে যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে, এতে ট্রেন চলাচলে বিলম্ব হয়। রোববার সকাল সাড়ে ৯টায় শেওড়াপাড়া স্টেশনে এই ঘটনা ঘটে।
ঘটনার সময় স্টেশনে উপস্থিত থাকা যাত্রীরা জানান, সকাল সকাল ৯টা ৩১ মিনিটে শেওড়াপাড়া স্টেশন মেট্রোরেল এসে থামলে সেখানে মহিলা বগিতে দুই জন নারী প্লাটফর্ম গেট ও ট্রেনের দরজার মধ্যে আটকা পড়ে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বলেন, ট্রেনের গেটে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। এতে দরজা বন্ধ হচ্ছিল না। ফলে ২৮ মিনিটের মতো মেট্রোরেল চলাচলে বিঘ্নিত হয়। এর জন্য আমরা যাত্রীদের কাছে দুঃখিত। এ বিষয়ে টেকনিক্যাল টিম আরও ভালো বলতে পারবে।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, স্টেশনে ট্রেন থেকে বের হওয়ার সময় গেটে যাত্রী আটকে যাওয়া ঘটনায় গেটের অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে। এর জন্য কিছু সময় ট্রেন চলাচল বন্ধ ছিল।